1. news@narayanganjpata.com : admin :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড, তিন দোকান পুড়ে ছাই অফিসার নিয়োগ দেবে অলিম্পিক, কর্মস্থল নারায়ণগঞ্জ বন্দরে ভাবিকে কুপিয়ে হত্যা, রক্তমাখা ছুরি হাতে থানায় আত্মসমর্পণ রূপগঞ্জে প্রবাসী তানিয়া আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে আইন শৃঙ্খলা বাহিনীর নিরবতায় মাদক ব্যবসা বাড়ছে: রাহাতের মুখোশদ্বারী চাঞ্চল্য সৃষ্টি কদম রসুল সেতুর নির্মাণ কাজ শুরু — নতুন আশার আলো নারায়ণগঞ্জে সোনারগাঁওয়ে ইসলামী আন্দোলনের প্রার্থী ফারুক আহমদ মুন্সিকে সংবর্ধনা সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি কমিটি ভাঙার ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সভা বিএনপি অফিসের ভাড়া চাওয়ায় দোকান মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ ফ্যাশন ও গণমাধ্যমে‘৭১ মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ড’ পেলেন সোনারগাঁওয়ের ফাহিম।

বন্দরে ভাবিকে কুপিয়ে হত্যা, রক্তমাখা ছুরি হাতে থানায় আত্মসমর্পণ

নিজস্ব প্রতিবেদক / ৩৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ছোট ভাইয়ের স্ত্রীকে কুপিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন রবিউল হাসান ওরফে আবির নামের এক যুবক। রোববার (৩ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার কুশিয়ারা এলাকার একটি নির্জন স্থানে এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত গৃহবধূ নদী আক্তার নীলা (২৫) মুন্সিগঞ্জ জেলার সদর থানার ইদ্রাকপুর এলাকার শাহজাহান দেওয়ানের মেয়ে। তিনি কুশিয়ারা এলাকার প্রবাসী রাসেল মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রবিউলের মা কিছু মাস আগে একটি ব্যাংক থেকে ব্যবসার উদ্দেশ্যে ৪ লাখ টাকা ঋণ নেন এবং সেই অর্থ ছোট ছেলে রাসেল ও তার স্ত্রী নীলার হাতে দেন। কিন্তু রাসেল বিদেশে চলে গেলে ঋণের কিস্তি পরিশোধ না হওয়ায় জামিনদার হিসেবে ব্যাংকের চাপ পড়ে রবিউলের ওপর। এ নিয়ে নীলার সঙ্গে তার বিরোধ বাড়তে থাকে।

রোববার সকালে রবিউল পরিকল্পিতভাবে ভাবিকে বাড়ি থেকে ডেকে নিয়ে নির্জন বিলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেন। ঘটনার দুই ঘণ্টা পর, সকাল ৯টার দিকে রক্তমাখা ছুরি হাতে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন তিনি।

পরে বন্দর থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠান।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তকে আটক করা হয়েছে, মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং হত্যা মামলার প্রক্রিয়া চলছে।”

স্থানীয়দের মধ্যে ঘটনার পর চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ