নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী হিসেবে ফারুক আহমদ মুন্সিকে মনোনয়ন প্রদান করায় তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (২ আগস্ট) বিকেল ৪টায় সোনারগাঁও ইসলামী যুব আন্দোলনের কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ফারুক আহমদ মুন্সি বলেন, “দলীয় নেতৃত্ব এবং তৃণমূলের কর্মীদের ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করেছে। ইসলামী আন্দোলনের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নের জন্য আমি জনগণের দোয়া ও সমর্থন প্রত্যাশা করি। হাতপাখা প্রতীককে বিজয়ের প্রতীক হিসেবে গড়ে তুলে ইসলামী মূল্যবোধে গঠিত একটি কল্যাণরাষ্ট্র গড়ার লক্ষ্যে এগিয়ে যেতে চাই। আমার প্রার্থিতা কোনো ব্যক্তিগত উচ্চাভিলাষ নয়, বরং এটি একটি পবিত্র আমানত—যার মাধ্যমে জনগণের জন্য কাজ করাই হবে আমার মূল অঙ্গীকার।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলনের সোনারগাঁও থানা সভাপতি মুহা. মনির হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা মাজহারুল ইসলাম মাহমুদি।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনারগাঁও থানা শাখার সাংগঠনিক সম্পাদক এইচ এম সাইফুল ইসলাম, সহ-সভাপতি মুহা. মামুন রানা এবং যুব আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।