নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার উচিৎপুরা ইউনিয়নের স্থানীয়দের অভিযোগ, এলাকার একজন নামধারী বিএনপি নেতা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছ থেকে প্রকাশ্যে ও গোপনে টাকা আদায় করে আসছেন। ভুক্তভোগীদের দাবি, তার প্রভাবের কারণে অনেকেই মুখ খুলতে সাহস পান না।
স্থানীয়দের ভাষ্যমতে, ইউনিয়নের যেকোনো সামাজিক বা রাজনৈতিক কর্মসূচিতে তাকে না ডাকলে, তিনি গ্রামের নিরীহ মানুষকে বিভিন্নভাবে হুমকি দেন। এমনকি কবরস্থানের তহবিল সংগ্রহের সময়ও চাঁদার অর্থ তার হাতে তুলে দিতে বাধ্য হন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ রয়েছে, ওই ব্যক্তি সাধারণ মানুষের কাছ থেকে আদায় করা অর্থ ব্যয় করছেন নিজের বাড়ি নির্মাণে। ইউনিয়নের বিভিন্ন পুরনো আওয়ামী লীগপন্থী ব্যক্তিদের বিরুদ্ধেও তিনি পুলিশি হুমকি ব্যবহার করে বড় অঙ্কের চাঁদা আদায় করেছেন বলে জানা গেছে।
এলাকার কয়েকজন বিএনপি নেতাকর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, এমন নেতার কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তার কারণে সাধারণ মানুষ দলের প্রতি বিরূপ মনোভাব পোষণ করছে।
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন— এসব বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য, যেন ইউনিয়নের মানুষ নিরাপদে ও শান্তিতে বসবাস করতে পারে।