নারায়ণগঞ্জভিত্তিক জনপ্রিয় ফেসবুক গ্রুপ “স্বপ্নের নারায়ণগঞ্জ” সদস্যসংখ্যা এক লাখ পঞ্চাশ হাজার ছাড়িয়ে যাওয়ায় প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে সেলিব্রেশন মিট-আপ।
এই মিলনমেলা অনুষ্ঠিত হবে আগামী ২৫ জুলাই (বৃহস্পতিবার) বিকেল ৩টায়, বন্দরের সাবদি পার্কে।
আয়োজকরা জানান, গ্রুপের যেকোনো সদস্য মাত্র ২০০ টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে এ মিট-আপে অংশগ্রহণ করতে পারবেন।
গ্রুপের অ্যাডমিন রিমন আল সাঈম জানান, মিট-আপে থাকবে—
কেক কাটার আয়োজন
বেস্ট অ্যাডমিন, বেস্ট মডারেটর ও বেস্ট মেম্বার অ্যাওয়ার্ড
গান, কুইজ, খেলাধুলা
পুরস্কার বিতরণ
নারায়ণগঞ্জের জনপ্রিয় ফুচকা পরিবেশন
এছাড়াও আলোচনা হবে— কীভাবে “স্বপ্নের নারায়ণগঞ্জ” গ্রুপকে আরও গতিশীল, তথ্যবহুল ও সক্রিয় একটি কমিউনিটিতে রূপান্তর করা যায়।
উল্লেখ্য, “স্বপ্নের নারায়ণগঞ্জ” গ্রুপটি স্থানীয় সমস্যা, ইতিবাচক উদ্যোগ ও জেলার উন্নয়নের নানা বিষয় তুলে ধরার মাধ্যমে নারায়ণগঞ্জবাসীর মাঝে একটি শক্তিশালী অনলাইন প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।