আন্তর্জাতিক দাবা দিবস উদযাপন উপলক্ষে আগামী রোববার (২১ জুলাই) নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী মহসিন ক্লাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে “সেইলর চেকমেট নারায়ণগঞ্জ-২০২৫ ইন্টার স্কুল ইন্টারন্যাশনাল র্যাপিড রেটিং দাবা টুর্নামেন্ট”।
দিনব্যাপী এ আয়োজনে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলার অন্তত ৬০ জন স্কুল শিক্ষার্থী অংশ নেবে। দাবা প্রতিযোগিতার পাশাপাশি অংশগ্রহণকারীদের মধ্যে দাবা-ভিত্তিক কুইজ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে।
৭ রাউন্ডের সুইস লিগ পদ্ধতিতে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার, টি-শার্ট ও সনদপত্র। এছাড়া কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের জন্যও রয়েছে বিশেষ পুরস্কারের ব্যবস্থা।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেবেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি সৈয়দ সুজাউদ্দিন আহমেদ।
বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় এবং সেইলরের পৃষ্ঠপোষকতায় এ টুর্নামেন্টের আয়োজন করেছে মহসিন ক্লাব, নারায়ণগঞ্জ।
আয়োজকরা জানান, দেশের শিক্ষার্থীদের মধ্যে দাবার জনপ্রিয়তা বৃদ্ধি এবং মেধা বিকাশে উৎসাহ দিতে প্রতি বছর এমন আয়োজন অব্যাহত রাখা হবে।