নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার (১৮ জুলাই) জুমার নামাজের পর উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের মাহনা এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শত শত নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তৃতা দেন গোলাকান্দাইল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি মো. মনির হোসেন, যুবদল সভাপতি ইয়াকুব, সাধারণ সম্পাদক নাজমুল, মাহনা পূর্বপাড়া জামে মসজিদের কোষাধ্যক্ষ রমজান মোল্লা এবং ভুক্তভোগী রাহাত।
বক্তারা অভিযোগ করেন, স্থানীয়ভাবে পরিচিত এক আওয়ামীপন্থী সন্ত্রাসী চক্র, যার নেতৃত্বে রয়েছে মিঠুন নামের এক ব্যক্তি, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি, চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। এই চক্রের বিরুদ্ধে কেউ মুখ খুললে তাকে হামলার শিকার হতে হয়। সম্প্রতি ভুক্তভোগী রাহাত মোল্লা ও তৌহিদ নামের দুই তরুণ সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দ্রুত এই চক্রের সদস্যদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে, অন্যথায় এলাকাবাসী আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে।
স্থানীয়দের মতে, মাদক ও সন্ত্রাসের কারণে এলাকার যুবসমাজ ধ্বংসের পথে, আর সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।