আড়াইহাজারে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে প্রবেশ করে প্রধান শিক্ষিকার চেয়ারে বসে অফিসকক্ষের আসবাবপত্র ভাঙচুর করেছে এক মাদকাসক্ত যুবক। সোমবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের ৭১ নম্বর বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
বিদ্যালয়ের দপ্তরি আইয়ুবুর রহমান জানান, স্থানীয় আউয়াল মিয়ার ছেলে শরিফ (২৮) একজন মাদকাসক্ত। সে প্রায়শই বিদ্যালয়ে এসে মাদক সেবনের জন্য টাকা দাবি করে। টাকা না পেলে কখনো শিক্ষিকাকে হুমকি দেয়, আবার কখনো মারধরের চেষ্টা করে।
সোমবার দুপুরেও শরিফ বিদ্যালয়ে এসে প্রথমে দপ্তরির কাছে টাকা দাবি করে। টাকা না পেয়ে তাকে মারধর করে। এরপর প্রধান শিক্ষিকা ফাতেমা আক্তার খানমের চেয়ারে বসে তাকে অকথ্য ভাষায় গালাগাল করে এবং অফিসকক্ষের ফুলদানি ও অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করে। একপর্যায়ে প্রধান শিক্ষিকার ব্যাগ থেকে নগদ টাকা ছিনিয়ে নেয় বলেও অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার সময় শিক্ষক ও অভিভাবকরা বাধা দেওয়ার চেষ্টা করলে শরিফ আরও উত্তেজিত হয়ে ওঠে। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ এসে তাকে বিদ্যালয় থেকে বের করে দিয়ে এলাকাবাসীর হাতে তুলে দেয়।
প্রধান শিক্ষিকা ফাতেমা আক্তার খানম বলেন, ‘এই যুবক আগে থেকেও বিদ্যালয়ে এসে এ ধরনের ঘটনা ঘটিয়েছে। তার আচরণে শিক্ষক-শিক্ষার্থী সবাই আতঙ্কিত হয়ে পড়েছে। আমি বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করব।’
স্থানীয়রা জানিয়েছেন, শরিফের মাদকাসক্তি এবং উগ্র আচরণে এলাকায় দীর্ঘদিন ধরেই আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।