নারায়ণগঞ্জ শহরের কলেজ রোডে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি তোরণে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। দলটির দাবি, বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটে, যেখানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের জড়িত থাকার অভিযোগ করেছেন এনসিপির নেতারা।
দলটি জানায়, ১ জুলাই থেকে মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু করেছে এনসিপি। এর অংশ হিসেবে কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে শুক্রবার নারায়ণগঞ্জে একটি কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নয়টি তোরণ নির্মাণ করা হয়। অভিযোগ অনুযায়ী, এরই মধ্যে কলেজ রোডের একটি তোরণে অজ্ঞাত ব্যক্তিরা আগুন ধরিয়ে দেয়।
এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য আহমেদুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দাবি করেন, “রাতের আঁধারে কলেজ রোডে আমাদের তোরণে আগুন লাগানো হয়। নাইটগার্ড বাধা দিতে গেলে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। পরে আমাদের সংগঠকেরা থানায় গিয়ে বিষয়টি জানান।”
তিনি আরও বলেন, “নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে। আমরা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”
অন্যদিকে এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম সাংবাদিকদের জানান, “তোরণের কাপড় ছিঁড়ে ফেলার একটি খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা মেরামত করেছে। আগুন লাগানো হয়ে থাকলে তোরণের বাঁশ তো পুড়ে যেত, কিন্তু তেমন কিছু দেখা যায়নি।”
তবে ঘটনাটি ঘিরে শহরের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হয়েছে। এনসিপির পক্ষ থেকে দাবি করা হামলা এবং পুলিশের বক্তব্যের মধ্যে পার্থক্য থাকায় বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে।