1. news@narayanganjpata.com : admin :
মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড, তিন দোকান পুড়ে ছাই অফিসার নিয়োগ দেবে অলিম্পিক, কর্মস্থল নারায়ণগঞ্জ বন্দরে ভাবিকে কুপিয়ে হত্যা, রক্তমাখা ছুরি হাতে থানায় আত্মসমর্পণ রূপগঞ্জে প্রবাসী তানিয়া আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে আইন শৃঙ্খলা বাহিনীর নিরবতায় মাদক ব্যবসা বাড়ছে: রাহাতের মুখোশদ্বারী চাঞ্চল্য সৃষ্টি কদম রসুল সেতুর নির্মাণ কাজ শুরু — নতুন আশার আলো নারায়ণগঞ্জে সোনারগাঁওয়ে ইসলামী আন্দোলনের প্রার্থী ফারুক আহমদ মুন্সিকে সংবর্ধনা সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি কমিটি ভাঙার ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সভা বিএনপি অফিসের ভাড়া চাওয়ায় দোকান মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ ফ্যাশন ও গণমাধ্যমে‘৭১ মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ড’ পেলেন সোনারগাঁওয়ের ফাহিম।

নারায়ণগঞ্জে এনসিপির তোরণে আগুন দেওয়ার অভিযোগ, ছাত্রলীগকে দায়ী করল দলটি

নিজস্ব প্রতিবেদক / ৩৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

নারায়ণগঞ্জ শহরের কলেজ রোডে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি তোরণে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। দলটির দাবি, বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটে, যেখানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের জড়িত থাকার অভিযোগ করেছেন এনসিপির নেতারা।

দলটি জানায়, ১ জুলাই থেকে মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু করেছে এনসিপি। এর অংশ হিসেবে কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে শুক্রবার নারায়ণগঞ্জে একটি কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নয়টি তোরণ নির্মাণ করা হয়। অভিযোগ অনুযায়ী, এরই মধ্যে কলেজ রোডের একটি তোরণে অজ্ঞাত ব্যক্তিরা আগুন ধরিয়ে দেয়।

এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য আহমেদুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দাবি করেন, “রাতের আঁধারে কলেজ রোডে আমাদের তোরণে আগুন লাগানো হয়। নাইটগার্ড বাধা দিতে গেলে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। পরে আমাদের সংগঠকেরা থানায় গিয়ে বিষয়টি জানান।”

তিনি আরও বলেন, “নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে। আমরা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”

অন্যদিকে এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম সাংবাদিকদের জানান, “তোরণের কাপড় ছিঁড়ে ফেলার একটি খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা মেরামত করেছে। আগুন লাগানো হয়ে থাকলে তোরণের বাঁশ তো পুড়ে যেত, কিন্তু তেমন কিছু দেখা যায়নি।”

তবে ঘটনাটি ঘিরে শহরের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হয়েছে। এনসিপির পক্ষ থেকে দাবি করা হামলা এবং পুলিশের বক্তব্যের মধ্যে পার্থক্য থাকায় বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ