নারায়ণগঞ্জের জনপ্রিয় ফেসবুক কমিউনিটি ‘স্বপ্নের নারায়ণগঞ্জ’ গ্রুপ ১ লাখ ৫০ হাজার সদস্য অতিক্রম করায় জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করেছে তাদের সফল পথচলার এই মাইলফলক।
গত ২৫ জুলাই শুক্রবার বিকেল ৪টায়, বন্দরের সাবদি এলাকার গ্রিন গার্ডেন পার্কে এক আনন্দঘন পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এরপর ফুল দিয়ে গ্রুপের আগত সদস্যদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
প্রধান আকর্ষণ ছিল ১৫ পাউন্ডের কেক কাটা, যা অতিথি ও পথশিশুদের মাঝে ভাগ করে খাওয়ানো হয়।
অনুষ্ঠানে গ্রুপের এডমিন ও মডারেটরদের পক্ষ থেকে মুক্ত আলোচনা হয় গ্রুপের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। তারা জানান, ‘স্বপ্নের নারায়ণগঞ্জ’ একটি উন্মুক্ত গ্রুপ—এতে কেউই যোগ দিতে বাধাপ্রাপ্ত হবেন না। সকলে মিলে এটি আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে।
গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান এডমিন রিমন আল সাঈম বলেন “নারায়ণগঞ্জ শুধু পাটের জন্য বিখ্যাত নয়, এই জেলার রয়েছে ইতিহাস, ঐতিহ্য, দর্শনীয় স্থান আর অসাধারণ খাবার। ‘স্বপ্নের নারায়ণগঞ্জ’ গ্রুপের মাধ্যমে আমরা চাই এ জেলার সৌন্দর্য ও বৈচিত্র্য বিশ্ববাসীর সামনে তুলে ধরতে। ইনশাল্লাহ, এ লক্ষ্যে আমরা একসঙ্গে কাজ করে যাব।”
অনুষ্ঠানজুড়ে ছিল খুশির আমেজ, হাস্যোজ্জ্বল মুখ আর নারায়ণগঞ্জের প্রতি ভালোবাসার ছোঁয়া।