1. news@narayanganjpata.com : admin :
মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড, তিন দোকান পুড়ে ছাই অফিসার নিয়োগ দেবে অলিম্পিক, কর্মস্থল নারায়ণগঞ্জ বন্দরে ভাবিকে কুপিয়ে হত্যা, রক্তমাখা ছুরি হাতে থানায় আত্মসমর্পণ রূপগঞ্জে প্রবাসী তানিয়া আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে আইন শৃঙ্খলা বাহিনীর নিরবতায় মাদক ব্যবসা বাড়ছে: রাহাতের মুখোশদ্বারী চাঞ্চল্য সৃষ্টি কদম রসুল সেতুর নির্মাণ কাজ শুরু — নতুন আশার আলো নারায়ণগঞ্জে সোনারগাঁওয়ে ইসলামী আন্দোলনের প্রার্থী ফারুক আহমদ মুন্সিকে সংবর্ধনা সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি কমিটি ভাঙার ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সভা বিএনপি অফিসের ভাড়া চাওয়ায় দোকান মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ ফ্যাশন ও গণমাধ্যমে‘৭১ মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ড’ পেলেন সোনারগাঁওয়ের ফাহিম।

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি কমিটি ভাঙার ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিবেদক / ২৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম বলেছেন, “যারা আজ থানা বিএনপি কমিটি ভাঙার চিন্তা করছে, তারা কোথায় ছিল ২০২৩ সালের ২৮ অক্টোবরের পর থেকে?” তিনি দাবি করেন, জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ সেই সময় থেকে কোনো আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেননি, এমনকি তা প্রমাণের মতো একটি ফুটেজও দেখাতে পারবেন না।

শুক্রবার (১ আগস্ট) রাতে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি আয়োজিত এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি। সভাটি থানা কমিটির বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজন করা হয়।

মাজেদুল ইসলাম বলেন, “আমরা থানা বিএনপির নেতাকর্মীদের নিয়ে সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিনের নেতৃত্বে চিটাগাংরোড, সাইনবোর্ড, কাঁচপুর, ডেমরা পর্যন্ত স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি। কিন্তু তখন অনেক নেতাকে পাশে পাইনি। আজ তারা নেতৃত্বের স্বপ্ন দেখেন।”

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “এই কমিটি ভাঙার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা রাজপথে ছিলাম, মামলা-জেল-ত্যাগ স্বীকার করেছি, বিএনপির জন্য লড়েছি। ইনশাআল্লাহ আগামীতেও এই কমিটিই থাকবে।”

সভায় তিনি ঘোষণা দেন, নারায়ণগঞ্জ-৫ আসনে সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ড যুক্ত হওয়ায়, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে থানা বিএনপির সহ-সভাপতি জি.এম. সাদরিলকে সমর্থন জানানো হচ্ছে।

সভাটি পরিচালনা করেন থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন। আরও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি আব্দুল হাই রাজু, সাবেক সাধারণ সম্পাদক এম.এ. হালিম জুয়েল, সহ-সভাপতি মোস্তফা কামাল, ডি.এইচ. বাবুল, জি.এম. সাদরিল, রওশন আলী, অ্যাড. মাসুদুজ্জামান মন্টু, যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, কামরুল হাসান শরীফ, দপ্তর সম্পাদক ডাঃ মাসুদ করিম, শ্রম বিষয়ক সম্পাদক মোশারফ হোসেনসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ