রূপগঞ্জে ‘জুলাই বিপ্লব–২৪’-এ শহীদ হওয়া ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজের মেধাবী ছাত্র ফারহান ফাইয়াজের প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়ার আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) সকালে ফারহানের নিজ এলাকা বরপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিদ্যালয়টির নতুন নামকরণ করা হয় ‘শহীদ ফারহান ফাইয়াজ বরপা সরকারি প্রাথমিক বিদ্যালয়’। বিদ্যালয়ের নতুন নামফলক উন্মোচন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মাসুদ রানা।
পরে তারাবো পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত স্মরণসভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। সভার শুরুতে ‘জুলাই বিপ্লবের’ শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে সচিব আবু তাহের মাসুদ রানা বলেন,
> “ফারহান ফাইয়াজ শুধু একজন শিক্ষার্থী নয়, তিনি ছিলেন গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আত্মত্যাগকারী সাহসী তরুণ। তার মতো শিক্ষার্থীরা আজকের নতুন বাংলাদেশের ভিত্তি গড়েছেন। তার আদর্শ আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।”
তিনি আরও জানান, শহীদদের স্মৃতিকে বুকে ধারণ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দেশের শিক্ষা ও গণতন্ত্র রক্ষায় কাজ করে যাবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নুর মোহাম্মদ শামসুজ্জামান, শহীদ ফারহানের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকার সাধারণ মানুষ।
অনুষ্ঠান শুরু হওয়ার আগে শহীদ ফারহানের কবর জিয়ারত করা হয় এবং তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
স্মরণসভায় বক্তারা বলেন, ফারহান ছিলেন দেশপ্রেম, আদর্শ ও সাহসিকতার উজ্জ্বল প্রতীক। তরুণ বয়সেই তিনি প্রমাণ করেছেন, একটি জাতির ভবিষ্যৎ গড়ে ওঠে তার তরুণ প্রজন্মের হাত ধরে।
অনুষ্ঠানে শহীদ ফারহানের জীবনী পাঠ, স্মারকচিত্র প্রদর্শনী এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় কবিতা ও সংগীত ছিল বিশেষ আকর্ষণ। সবশেষে শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।