চাষাড়া এলাকায় সিটি করপোরেশনের আওতাধীন হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ জুলাই) ভোরে ঘটে যাওয়া এই আগুনে অন্তত ৩০টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। প্রাথমিকভাবে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সকাল আনুমানিক ৬টার দিকে একটি দোকান থেকে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলোতে। ঘটনার খবর পেয়ে মন্ডলপাড়া ফায়ার সার্ভিস স্টেশন থেকে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায় এবং প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় সকাল ৮টা ৩০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলো মূলত তৈরি পোশাক বিক্রির ছোট দোকান ছিল। পুরো হকার্স মার্কেটে প্রায় ২০০টির বেশি দোকান রয়েছে, যেখান থেকে অনেক ক্ষুদ্র ব্যবসায়ী তাদের জীবিকা নির্বাহ করতেন।
ফায়ার সার্ভিসের মন্ডলপাড়া স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান মিয়া বলেন, “আগুন কোথা থেকে লেগেছে তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তদন্ত শেষে আগুনের উৎস ও মোট ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।”
অগ্নিকাণ্ডের ঘটনাটি স্থানীয় ব্যবসায়ীদের মাঝে চরম হতাশা ও উদ্বেগ তৈরি করেছে। অনেকেই তাদের সমস্ত মালামাল হারিয়ে পথে বসার আশঙ্কা করছেন।