সোনারগাঁয়ের জনপ্রিয় ফ্যাশন মডেল ও গণমাধ্যমকর্মী ফাহিম হক পেয়েছেন ‘৭১ মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ড ২০২৫’—যা দেশের মিডিয়া ও বিনোদন জগতের মর্যাদাপূর্ণ সম্মাননাগুলোর একটি।
শুক্রবার (২৫ জুলাই), রাজধানীর স্কাই সিটি হোটেলে আয়োজিত ৭১ মিডিয়া ভিশনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ফাহিম হকের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি, উদ্যোগ, শোবিজ ও গণমাধ্যমসহ মোট ২০টি ক্যাটাগরিতে দেশের বিভিন্ন খাতে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের সম্মানিত করা হয়। শোবিজ জগতের তরুণ এবং প্রতিশ্রুতিশীল ফ্যাশন মডেল হিসেবে ফাহিম হক ছিলেন অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ।
পুরস্কার গ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ফাহিম বলেন, > “কোনো কাজের স্বীকৃতি মানুষের জন্য পথ চলাকে আরও দৃঢ় করে। এই সম্মান শুধু আমার একার নয়—আমার পরিবার, সহকর্মী ও আমার চারপাশের সকল মানুষের। এই পুরস্কার উৎসর্গ করছি তাদেরই প্রতি, যারা সবসময় আমাকে সমর্থন করে গেছেন।”
ফ্যাশন ও গণমাধ্যম অঙ্গনে ফাহিম হকের নিরলস পরিশ্রম, আত্মবিশ্বাস ও পেশাদারিত্ব তাঁকে এই বিশেষ সম্মান অর্জনে ভূমিকা রেখেছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।