নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার মুসলিমপাড়া এলাকায় ভাতের সঙ্গে চেতনানাশক মিশিয়ে এক দম্পতিকে অজ্ঞান করে সর্বস্ব লুটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্বামী-স্ত্রীসহ অজ্ঞানপার্টির তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার (১৪ জুলাই) চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—হারুন জমাদ্দার (৫৩), তার স্ত্রী শাহানাজ ওরফে কুলসুম (৩৮) এবং তাদের সহযোগী রেজাউল গাজী (৩৮)।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, গত ২৪ জুন রাতে মুসলিমপাড়া তাজুর মাঠ সংলগ্ন নিজাম মিয়ার দ্বিতীয় তলার ভাড়া বাসায় এক দম্পতিকে গৃহপরিচারিকা কুলসুম ভাতের সঙ্গে চেতনানাশক খাইয়ে অজ্ঞান করে। পরে ঘর থেকে নগদ টাকা, মোবাইল ফোন এবং স্বর্ণালঙ্কার লুট করে তারা পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করা হলে, প্রযুক্তির সহায়তায় প্রথমে অভিযুক্ত গৃহপরিচারিকা কুলসুমকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার স্বামী হারুন এবং সহযোগী রেজাউল গাজীকেও গ্রেফতার করা সম্ভব হয়।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের কাছ থেকে লুণ্ঠিত মালামালের একটি অংশ উদ্ধার করা হয়েছে। বাকি মালামাল উদ্ধারে এবং ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা জানতে তিনজনকেই আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করা হয়েছে।