নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় হরতালকে কেন্দ্র করে আলাদা দুইটি সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের কিছু নেতাকর্মী। শনিবার (মধ্যরাত) ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভুঁইগড় এবং ঢাকা-মুন্সিগঞ্জ সড়কের কাশিপুর এলাকায় এসব বিক্ষোভের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, এ ঘটনায় অভিযান চালিয়ে রুমিন ও আনোয়ার নামের দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ফতুল্লার বিক্ষোভ মিছিলের একটি অংশের ভিডিও শেয়ার করে সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ছেলে ও বর্তমানে পলাতক থাকা অয়ন ওসমান হরতাল সফল করার আহ্বান জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত প্রায় সাড়ে ১২টার দিকে ভুঁইগড় বাজার এলাকা থেকে ১৫–১৬ জন যুবলীগ কর্মী মশাল হাতে একটি মিছিল বের করেন, যা সাইনবোর্ডের দিকে অগ্রসর হয়। পরে রাত ২টার দিকে একই জায়গা থেকে আরও একটি মিছিল বের করা হয়। তবে পুলিশের গাড়ি দেখতে পেয়ে বিক্ষোভকারীরা সরে পড়েন।
অন্যদিকে, রাত ১২টার দিকে কাশিপুর এলাকায় ছাত্রলীগের ১০–১২ জন কর্মী রাস্তায় টায়ার জ্বালিয়ে সরকারবিরোধী স্লোগান দেন। যদিও তারা কোনো যানবাহন কিংবা দোকানপাটে হামলা চালায়নি।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, হরতাল ঘিরে সংগঠিত বিক্ষোভের ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ইতিমধ্যে দুইজনকে আটক করা হয়েছে এবং বাকিদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।