নারায়ণগঞ্জে আইন শৃঙ্খলা বাহিনীর নিরবতায় মাদক ব্যবসা বাড়ছে: রাহাতের মুখোশদ্বারী চাঞ্চল্য সৃষ্টি
নারায়ণগঞ্জ আইন শৃঙ্খলা বাহিনীর নিরব ভূমিকার সুযোগ নিয়ে এলাকায় মাদক ব্যবসা তুঙ্গে উঠেছে। সমাজে ভদ্র পরিচয় ও ভালো চরিত্রের মুখোশ পরে রাহাত নামে এক মাদক ডিলার দীর্ঘদিন ধরে রমরমা ব্যবসা চালিয়ে আসছে। অভিযোগ রয়েছে, প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে মিষ্টি কথা এবং বিপুল টাকার উৎকোচ দিয়ে ধরা-ছোয়ার বাইরে থেকে নিজেকে সুরক্ষিত রাখছে রাহাত।
নারায়ণগঞ্জ সদর থানাধীন আমলাপাড়া এলাকায় ইয়াবা ব্যবসার মূল চালক হিসেবে কাজ করছে রাহাত (২৮) ও তার সংঘবদ্ধ চক্র। খানপুর, মেট্রোহল, মিশনপাড়া, ডনচেম্বার, কালিরবাজার ও চাষাড়ায় তার মাদক নেটওয়ার্ক বিস্তৃত। ইয়াবার সহজলভ্যতায় স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে বেকার যুবক-যুবতী আসক্ত হয়ে পড়ছে।
অধিকাংশ সময় পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা ছোট ছোট মাদক ব্যবসায়ী ও সেবীদের গ্রেপ্তার করলেও, রাহাত ও তার সহযোগীরা উৎকোচের মাধ্যমে নিজেকে রক্ষা করে আসছে। ফলে তার মাদক ব্যবসার প্রসার থামছে না।
স্থানীয়দের মতে, রাহাত শুধু খুচরা নয়, পাইকারী এবং হোম ডেলিভারি সিস্টেমে মাদক সরবরাহ করছে। মাদক ব্যবসায়ীর ভয়ে কেউ থানায় অভিযোগ করতে সাহস পাচ্ছেন না।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির আহমদ বলেন, “মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে যারা মাদক ব্যবসা করছে তাদের দ্রুত গ্রেপ্তার করা হবে।”
তবে এলাকার মানুষের আশা, আইন শৃঙ্খলা বাহিনী সক্রিয় হলে ওষুধ জাতীয় মাদক মুক্ত হয় নারায়ণগঞ্জ।