চাঞ্চল্যকর তিনটি ভোজ্যতেল ও পামওয়েল ডাকাতির ঘটনায় পলাতক থাকা বাবুল হোসেন (৪২) অবশেষে র্যাব-১১ এর জালে ধরা পড়েছে। অভিযুক্ত বাবুল দেশের বিভিন্ন স্থান থেকে কয়েক কোটি টাকা মূল্যের তেল লুট করে বিক্রির একটি সংঘবদ্ধ চক্রের প্রধান বলে জানিয়েছে র্যাব।
র্যাব সূত্রে জানা যায়, চলতি বছরের ১১ মে রূপগঞ্জ থেকে খুলনা যাওয়ার পথে একটি তেলবাহী ট্রাক কাশিয়ানীতে ছিনতাই হয়। ডাকাতরা চালক ও সহকারীকে বেঁধে রেখে ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। পরে ট্রাকটি গজারিয়া এলাকা থেকে উদ্ধার হলেও তেলের সিংহভাগ খুঁজে পাওয়া যায়নি।
একইভাবে ২১ মে ভাঙ্গা উপজেলার মহাসড়কে আরও একটি তেলবাহী ট্রাক ডাকাতির শিকার হয়। পুলিশ পরে নারায়ণগঞ্জ থেকে দুই ডাকাতকে গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে আংশিক তেলসহ ট্রাক উদ্ধার করে।
তবে সবচেয়ে বড় ঘটনা ঘটে ২১ জুন। সেদিন নারায়ণগঞ্জের একটি তেল কোম্পানি থেকে নাটোরগামী ট্রাকটি যমুনা সেতুর সংযোগ সড়কে পৌঁছালে, ডাকাতদল অস্ত্রের মুখে চালককে জিম্মি করে ৫৯ লাখ টাকার ৭৫ ড্রাম পামওয়েলসহ ট্রাক নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় মামলার পর ডিবি পুলিশ ঢাকার ডেমরা ও সিদ্ধিরগঞ্জ থেকে কয়েকজনকে গ্রেফতার করে, উদ্ধার করে র্যাব সদৃশ জ্যাকেট, ওয়াকিটকি ও ডাকাতি হওয়া ট্রাক।
এইসব ঘটনায় ছায়া তদন্তে নামে র্যাব-১১। তদন্তে বাবুল হোসেনের সংশ্লিষ্টতার প্রমাণ মেলে। এরপর রোববার (২০ জুলাই) সন্ধ্যায় সোনারগাঁওয়ের মেঘনা ইকোনোমিক জোন এলাকায় অভিযান চালিয়ে বাবুলকে আটক করা হয়। সে সোনারগাঁওয়ের নাগেরগাঁও গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
র্যাব জানায়, বাবুল শুধু ডাকাতির ঘটনায় নয়, তার বিরুদ্ধে প্রতারণাসহ একাধিক মামলাও রয়েছে। তাকে ভাঙ্গা থানায় হস্তান্তর করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।