বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ‘ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচারের’ প্রতিবাদে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে অনুষ্ঠিত এই বিক্ষোভ মিছিল পাসপোর্ট অফিসের সামনে থেকে শুরু হয়ে সাইনবোর্ড মোড়ে এসে শেষ হয়। পথ শেষে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত পথসভা।
দুই থানা বিএনপির বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী এতে অংশ নেন।
পথসভায় বক্তারা অভিযোগ করেন, “যারা নিজেরাই জনগণের ভোটে ব্যর্থ, তারা এখন বিদেশে বসে তারেক রহমানকে নিয়ে অপপ্রচারে লিপ্ত। সুষ্ঠু নির্বাচন হলে তারা দুইটি আসনও জিততে পারবে না— সেই ব্যর্থ নেতারাই এখন মিথ্যা কথা বলছে।”
বক্তারা আরও বলেন, “তারেক রহমান বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক। জনগণের অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তাঁর নেতৃত্বেই আন্দোলন সফল হবে।”
পথসভায় সভাপতিত্ব করেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, এবং সঞ্চালনায় ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন:
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম
সাবেক সভাপতি আব্দুল হাই রাজু
সাবেক সাধারণ সম্পাদক এমএ হালিম জুয়েল
ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক খন্দকার মনিরুল ইসলাম
সহ-সভাপতি মোস্তফা কামাল, ডিএইচ বাবুল, জিএম সাদরিল, এসএম আসলাম, রওশন আলী
আইনজীবী নেতা এড. মাসুদুজ্জামান মন্টু
ফতুল্লা বিএনপির সহ-সভাপতি আলাউদ্দিন খন্দকার শিপন, সহ-সাধারণ সম্পাদক আবুল খায়ের
ফতুল্লা ইউনিয়নের সভাপতি হাসান মাহমুদ পলাশ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন
কাশীপুর ইউনিয়নের সভাপতি মঈনুল হোসেন রতন, যুগ্ম সম্পাদক আশিক মাহমুদ সুমন
দপ্তর সম্পাদক ডা. মাসুদ করিম, শ্রম বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন
যুবদল ও কৃষকদলসহ অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সভা শেষে নেতারা সরকারের বিরুদ্ধে আন্দোলন জোরদারের আহ্বান জানান এবং তারেক রহমানকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে দেশজুড়ে আরও কর্মসূচি ঘোষণা করবেন বলেও ইঙ্গিত দেন।