টানা বৃষ্টিতে দুর্ভোগে পড়েছেন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সাধারণ মানুষ। কয়েক দিনের অব্যাহত বর্ষণে উপজেলার কাঁচা ও আধাপাকা রাস্তাঘাট ভেঙে পড়তে শুরু করেছে, ফলে দুর্বল অবকাঠামো আরও বিপর্যস্ত হয়ে পড়েছে।
বুধবার বিকেল থেকে শুরু হওয়া টানা বৃষ্টি চলে রাতভর। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর পর্যন্ত থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে একদিকে যান চলাচলে ব্যাঘাত ঘটছে, অন্যদিকে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।
উপজেলা সদরের চিত্র আরও স্পষ্ট। সকাল থেকে ছাতা ছাড়া কাউকেই রাস্তায় দেখা যায়নি। সড়কগুলো ছিল প্রায় জনশূন্য। বৃষ্টির কারণে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। বিশেষ করে কর্মজীবী মানুষ ও শ্রমজীবী শ্রেণির লোকজন চরম ভোগান্তির মুখে পড়েছেন।
এদিকে দীর্ঘ সময় ধরে চলা বৃষ্টির প্রভাব পড়েছে কলকারখানার উৎপাদনেও। অনেক প্রতিষ্ঠানে কর্মীদের উপস্থিতি কমে গেছে, যার ফলে উৎপাদন কার্যক্রমও ব্যাহত হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।