নারায়ণগঞ্জের ফতুল্লায় দলীয় কার্যক্রমের অংশ হিসেবে ব্যানার লাগানোর সময় এক জামায়াত নেতা হামলার শিকার হয়েছেন। আহত ওই নেতার নাম আলী আকবর শেখ (৫০)। তিনি জামায়াতে ইসলামীর সিদ্ধিরগঞ্জ সাংগঠনিক থানার (পশ্চিম) রুকন হিসেবে দায়িত্ব পালন করছেন।
জানা গেছে, বুধবার (১৬ জুলাই) গভীর রাতে ফতুল্লার রঘুনাথপুর এলাকার দারুসসুন্নাহ মাদরাসার সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার (১৭ জুলাই) ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
আলী আকবর শেখ জানান, ১৯ জুলাই ঢাকায় জামায়াতে ইসলামীর এক সমাবেশ উপলক্ষে প্রচারনার জন্য তিনি ব্যানার লাগাচ্ছিলেন। সে সময় নজরুল ইসলাম (৪০) নামের একজন ব্যক্তি তাকে ফোনে মাদরাসার সামনে যেতে বলেন। পরে কৌশলে তাকে একটি গলির ভেতরে নিয়ে গিয়ে প্রথমে মারধর এবং পরে ধারালো অস্ত্র দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ করেন তিনি।
তার ভাষায়, “নজরুল প্রথমে আমাকে ঘুষি ও লাথি মারেন। এরপর হাতে থাকা একটি ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপ মারার চেষ্টা করেন, কিন্তু কোপটি মাথায় পড়ে।”
আলী আকবরের দাবি, নজরুল ইসলাম স্থানীয়ভাবে যুবলীগ নেতা হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে ঢাকার আদাবর থানায় একটি হত্যা মামলাও রয়েছে, যা এক ছাত্রকে হত্যা সংক্রান্ত বলে জানা গেছে। তিনি বলেন, এটি কোনো ব্যক্তিগত শত্রুতার ফল নয়, বরং জামায়াতের সমাবেশ বানচাল ও নেতাকর্মীদের ভয় দেখানোর উদ্দেশ্যে করা একটি পরিকল্পিত রাজনৈতিক হামলা।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।