সুনামগঞ্জের আলোচিত অসীম দেবনাথ হত্যা মামলার প্রধান আসামি মুহাম্মদ শাহজাহান আলম (৪২) অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। বুধবার (১৬ জুলাই) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে ছাতক থানা পুলিশ।
গ্রেপ্তারের পর শাহজাহান আলমকে সুনামগঞ্জ আদালতে হাজির করা হলে তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আদালতের নির্দেশ অনুযায়ী তাকে পরে কারাগারে পাঠানো হয়।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, “শাহজাহান আলম আদালতে স্বীকারোক্তি দেওয়ার পর বিচারকের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।”
ঘটনার সূত্রপাত হয় গত ৭ জুন, ঈদের দিন। জগন্নাথপুর উপজেলার ঘুংগিয়ারগাঁও গ্রামের মৃত নিরঞ্জন দেবনাথের ছেলে অসীম দেবনাথ (৩০) ছাতক উপজেলার গোয়াসপুর গ্রামে রাজ মিয়ার বাড়িতে যান। সেখানে রাজ মিয়ার ছেলে রেজন মিয়া ও বাসচালক শাহজাহানের সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয়। ঘটনার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
পরে ১১ জুন শান্তিগঞ্জ উপজেলার সিদখাই হাওর থেকে পুলিশ অসীমের ভাসমান মরদেহ উদ্ধার করে। নিহতের ভাই অর্জুন দেবনাথ ১৪ জুন ছাতক থানায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
এ ঘটনায় ২১ জুন কলকলিয়া ইউনিয়নের ঘুংগিয়ারগাঁও এলাকায় এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে নিহতের পরিবার, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা উপস্থিত থেকে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।